| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা


বাংলাদেশ খেলাফত আন্দোলনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা


রহমত নিউজ ডেস্ক     18 December, 2022     04:13 PM    


বরেণ্য বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ (১৮ ডিসেম্বর) রবিবার সকালে রাজধানীর কামরাঙ্গিচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মারকাজুল খেলাফতে এ ঘোষণা করেন দলটির প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। এর আগে,  গত ২৯ নভেম্বর দলটির মজলিসে শুরা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে আমীর ও মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব পূনঃনির্বাচিত করে তাদেরকে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।

একনজরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি

আমীর : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
নায়েবে আমীর :মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, মাওলানা শেখ আজিমুদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মনির আহমদ ও এডভোকেট আব্দুল আজীজ।

মহাসচিব : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
যুগ্ন মহাসচিব : মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মীর ইদরীস, হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সহকারী মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী ও আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি।

সাংগঠনিক সম্পাদক : মুফতি সুলতান মহিউদ্দীন।

প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম।

অর্থ সম্পাদক আবুল হাসান, সহকারী অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমীন।

দাওয়াত ও তাবলীগ নাজেম মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, সহকারি দাওয়াত ও তাবলীগ নাজেম মুফতি ইমরান হোসাইন কাসেমী।

যুব বিষয়ক নাজেম মুফতি ফখরুল ইসলাম।

আন্তর্জাতিক বিষয়ক নাজেম মাওলানা মাহমুদুল্লাহ হাফেজ্জী, সহকারী আন্তর্জাতিক বিষয়ক নাজেম মাওলানা রশিদ আহমাদ ও মাওলানা হাবিব আহমদ।

তথ্য ও গবেষণা বিষয়ক নাজেম মাওলানা মাহবুবুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন।

বিচার ও আইন বিষয়ক নাজেম মুফতী আব্দুল বারী।

শিক্ষা-দীক্ষা বিষয়ক নাজেম মুফতি এহতেশামুল হক উজানী, সহকারী মাওলানা আকরাম হোসেন মাদারীপুরী,

প্রশিক্ষন নাজেম মাওলানা ইলিয়াছ মাদারীপুরী।

স্বাস্থ্য ও সমাজ কল্যাণ নাজেম অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকীর।

শিল্প ও বাণিজ্য নাজেম মাওলানা তৌহীদুজ্জামান।

রচনা ও সংকলন নাজেম মাওলানা খন্দকার মোস্তাক আহমাদ।

কৃষি বিষয়ক নাজেম মাওলানা জুনায়েদ আহমেদ কাটাখালি।

সংখ্যালঘু ও মানবাধিকার নাজেম হাফেজ মাওলানা আবু তাহের।

ছাত্র বিষয়ক নাজেম মুফতি আফম আকরাম হোসাইন।

মহিলা বিষয়ক নাজেম আলেমা তামান্না মাসুমা,সহকারি মহিলা বিষয়ক নাজেম হাফেজা আয়েশা নাবিলা।

দপ্তর বিষয়ক নাজেম, মাওলানা সাইফুল ইসলাম জামালী।

প্রাদেশিক সমন্নয়কারী : ঢাকা মৌলভী আব্দুর রকীব, চট্রগ্রামমাওলানা জাহাঙ্গীর মেহেদী, খুলনা মুফতি শিহাব উদ্দীন কাসেমী, রাজশাহী মাওলানা আবু বকর, সিলেট মাওলানা গাজী নাসিরুদ্দীন, বরিশাল মাওলানা সানাউল্লাহ ফিরোজ।

সদস্য : মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী  মাওলানা গাজী ইউসুফ, মাওলানা আনোয়ারুল্লাহ ভুইয়া, মাওলানা মনিরুল ইসলাম চাঁদপুর, মাওলানা সলিমুল্লাহ, হাফেজ মাওলানা ওলীউল্লাহ, মাওলানা হাফেজ আবুল কাসেম রায়পুরী, মুফতী মামুনুর রশিদ, মাওলানা সালাহউদ্দীন জয়নাল, মাওলানা আল আমিন ও মাওলানা আরিফ আহমাদ প্রমূখ।